Thursday 19 November 2015

।। কার নামে ।।


কার নামে ও গান লেখে ?
কার নামে ও চুপচাপ ?
কার নামে ওর কাজল কালো ?
কার নামে ওর মন খারাপ ?
কার নামে ওর ডায়েরি ভরা ?
কার নামে পেনের কালি শেষ ?
কার নামে ও ছবি আঁকে ?
কার নামে ও নিরুদ্দেশ ?
কার নামে ওর লাল টিশার্ট ?
কার নামে ওর গলার দাগ ?
কার নামে ওর কালরাত্রি ?
কার নামে ওর লাল সোহাগ ?
কার নামে ও বেঁচে থাকে,
কার নামে ওর দিন যাপন ?
কার নামে ও চিঠি লেখে ?
কার নামে ওর আত্মগোপন ?
কার যেন সে নাম লিখেছে,
খাতার পাতার শেষে,
কার নাম  যেন বলেছিল ?
তার নাম ভীড়ে মেশে
কার নামে বেস পদবি বদল,
কার যেন বেশ বৌ হল ?
কার নামে কার নাম জোরে
কার নাম হওয়ার কথা ছিল ?
কার নামে ওর কান্না পায় ?
কার নামে ওর রান্নাঘর ?
কার নামে ও আপন ভেবে,
আজকে হল ভীষণ পর ?
তবু আজও,দেরাজ কোনে,
খুব গোপনে,
লুকিয়ে রাখা গানের খাতা
কার যেন সেই নাম লেখা,
ড়া আছে শেষ পাতা ৷৷
                            -পালাকোড, তামিল নাডু/২৬.১০.২০১৩ 

No comments:

Post a Comment