Wednesday 18 November 2015

রিংটোন

চেনা রিংটোন যদি আর না বাজে ?
চেনা ফোন নম্বর বন্ধ ?
চেনা গলার স্বরে ,
কালসিটে পরে –
চেনা আলো গুলো সব অন্ধ ?
তবে,হৃদপিন্ডের জমা ঢিব্ ঢিব্-
জমা চিন্তার ফোঁটা বিন্দু ;
অল্প হলেও জরিয়ে ধরে –
“ তোকে হারালাম নাকি বন্ধু”?

চেনা চ্যাট্ বক্স,
চেনা প্রোফাইল,
চেনা চেনা কত কত কথারা –
পাইল হচ্ছে,ফাইল হচ্ছে,
তোকে না পাওয়ার জমা ব্যথারা –
কালো চুলের জমা জট্ ফট্ –
পুরানো চেনা চিরুনি,
এ তুই এসেছিলি,বুঝি কালকে,
তোর ২২ বছর আমি ভুলিনি ৷

নাকি ফিরবি আবার কালকে ?
আবার বকবি,এক বকুনি ?
নাকি আনবি চেনা Chocolate ?
“তোকে ভালবাসি এই টুকুনি ?”
জানি,চিনি তুই-
তবু ভয় হয় ৷
কেন নিস্চুপ,এই বাতায়ন ?
কেন নেই তুই আসে পাশেতে –

কেন বাজছে না তোর রিংটোন ?

P.S. This was published in a little magazine in 2014.

No comments:

Post a Comment