Sunday 19 February 2012

@ Epidemic Basanta



(২) @ এপিদেমিক  বসন্ত 



বসন্তের  হাওয়ায়   মহামারী ,
অসহায়  হাওয়ায়   সবাই  আনাড়ি ,
কচি  পাতার  সবুজ ,
নিপীড়িত  বার্ধক্য  অবুঝ ...
এরা  antibiotics  খায়  না ...
ওটা  অসুধের  দোকানেও  পাওয়া  যায়  না . . .
রোজগার  তার  আজ অল্প ,
প্রাচুর্যের  করে  গল্প ...
সল্প ,বিকল্প . . .
পাখির  চোখ  আজ  নিল  রঙ,
কাটা ডানাতে আজ খুব  জং . .
ভাসা  ভাসা  হাসি  আজ  মৃদু  হয় ...
ভালবাসি  বলা  ভালবাসা  নয় ...

হলুদ  আকাশ  আজ  ফেকাসে ,
কাল  কেরানি ,আজ  হাকাজাকা  সে . . .
সুধু  বসন্ত  আজ  বাতাসে ,
মৃদুমন্দ  টানে  বয় ,
ভালবাসি  বলা  ভালবাসা  নয় ...

আরেকটা  বিশ্ব ,
তারই  মাঝে  অস্পৃশ্য ,
মহামারিতেই  আজ  মরেছে ,
অস্পৃশ্য  সেই  করেছে . . .
বসন্ত ,তুমি  হওয়া   নাও ,
সবুজ  জীবন  আজ  ফিরিয়ে  দাও . . .

সুলগ্না দত্ত 
১৪.০২ .২০১১ (২.৩১ am)

No comments:

Post a Comment