Showing posts with label Tea Series. Show all posts
Showing posts with label Tea Series. Show all posts

Saturday, 2 February 2013

Tea-VII

চা 

আমি একা চায়ের মতো ...
একলা ফ্লাস্ক,
একলা আকাশ,
কখন  বড় ...
কখনো ছটো ...
তাড়ায় ভরা জীবন ...
নিশীথ আলিঙ্গন ...
তোমাকে পেয়ে ,
চা খেয়ে।।

সুগার ফ্রি জীবন ,
মিষ্টি আলিঙ্গন।।

C(_) (_)D


--সুলগ্না  দত্ত
(SRM University, 03.02.2013)

tea-VI

চা 

আজ চা টা  বড্ড শিথিল,
liquor একটু বাড়বে ..
চাটা একটু কড়া না হলে মাথা বেথ্যা কি সারবে??
মাথা বেথ্যা সারতে হলে ,
কড়া করে করো ...
আলগা কেন???
হাত টা  এবার একটু চেপে ধরো।।

c(_) (_)D


--সুলগ্না  দত্ত 
(SRM University, 2.2.2013)

tea-V



চা 


চা শেষ ...
তবু আমেজ আছে ...
তফাতটা সুধু উষ্ণতা ...
তোমায় ঘিরে ঘিরে,
চায়ের ধোওয়,
প্রতি চুমুকে,
তুমি এস ফিরে ফিরে।।

C(_)(_)D



-সুলগ্না দত্ত 
(SRM University, 2:01 am, 3.2.2012)

Friday, 25 January 2013

Tea (IV)



চা 

আজ চা দারুন গরম,
জীভ বোধহয় পুরে গেল,
বিস্বাদ লাগে সব;
একটু ঠান্ডা করে নিও তুমি ...
যদিও এটা আমারই JOB ...

C(_) (_)D


সুলগ্না দত্ত 
(SRM University, 1:55 am, 26/01/2012)


Tuesday, 15 January 2013

Tea (III)



চা

আজ যে চা টা চিনিছাড়া ,
একটু  বিস্বাদ ,
চামচ আছে, চিনি আছে,
সুধু নেরেদেবর লোকের  অভাব;
আমার অপেক্ষার সভাব,
রক্তে চিনি আছে,
চায়ে নেই ....

আজ তুমি এসে জীবনটা  কেমন মিষ্টি হয়ে গেল,
সব এলোমেলো ,
তুমি চামচ-চিনি ...
উত্তেজিত আমি ,
হঠাত করে ...
আবেগ , তুমি, চিনি আর আমি।।

সুলগ্না  দত্ত 
(SRM University, 4:40am,16/1/2013)



Note: Tea is one of the most popular beverage consumed by the Indians. Tea is an energizer, this tea and the space of a tea-break gives way to the poem series name "Tea"

Monday, 14 January 2013

Tea (II)

চা

চা তুমি স্কচ এর  বোতল ...
একটু নেশা ,
তোমাতে চুমুক  দিয়ে ...
তোমাকে ...একটু একটু করে ...
আর একটু নেশা ...
উষ্ণ তুমি ... আমায় গরম রেখো ...
মনটা নিয়ে , সারাজীবন থেক।। 

C(_) (_)D


-সুলগ্না দত্ত 
(SRM, 2:28 AM, 15/1/2013)



Sunday, 13 January 2013

Tea





চা 

একটু গরম চা ...
মেঘের কাছাকাছি,
এক চুমুক, দুই চুমুক ... 
তুমি আচ আমি আছি ;
হীমেল কাতরতায় , একটু উষ্ণ  আবেগ ,
চোখ ফেরাতে চাই না ...
তুমি চির সবুজ থেকো;
এক চুমুক  চায়ের  কাপে  আমায় মনে রেখো।।

c(_) (_)D

-সুলগ্না দত্ত 
(SRM, 3:03am, 14/1/2013)


-কবিতার সূত্র এক কাপ চা থেকে, যাকে নিয়ে লেখা তিনি হঠাথ খুব কাছের হয়ে পরেছেন, লেখাটা নিজের ভালো লাগা ব্যাক্ত করতেই লেখা।।