চা
একটু গরম চা ...
মেঘের কাছাকাছি,
এক চুমুক, দুই চুমুক ...
তুমি আচ আমি আছি ;
হীমেল কাতরতায় , একটু উষ্ণ আবেগ ,
চোখ ফেরাতে চাই না ...
তুমি চির সবুজ থেকো;
এক চুমুক চায়ের কাপে আমায় মনে রেখো।।
c(_) (_)D
-সুলগ্না দত্ত
(SRM, 3:03am, 14/1/2013)
-কবিতার সূত্র এক কাপ চা থেকে, যাকে নিয়ে লেখা তিনি হঠাথ খুব কাছের হয়ে পরেছেন, লেখাটা নিজের ভালো লাগা ব্যাক্ত করতেই লেখা।।
(SRM, 3:03am, 14/1/2013)
-কবিতার সূত্র এক কাপ চা থেকে, যাকে নিয়ে লেখা তিনি হঠাথ খুব কাছের হয়ে পরেছেন, লেখাটা নিজের ভালো লাগা ব্যাক্ত করতেই লেখা।।
No comments:
Post a Comment