(১) মেটাফর
তৃতীয় বিষ্য আর পোড়া সিগারেট ,
আলু - বেগুন আগুন;
আর তলাবাজের মার্কেট ...
মনে জমা প্রেম -কার্সিনোগেন,
ফুসফুসে নিকোটিন জমা হয় প্রতিদিন ;
রাত জাগা নিশাচর,
নিস্চিন্নতায় অগোচর-
পায় পায় হেঁটে বেড়ায়...
এপাড়ায় বেপাড়ায়...
লাম্প্পস্ট এর নিচে দাঁড়িয়ে ,
বুক ভরা ধোঁয়া উড়িয়ে ,
রাত ভোর করা স্বপ্ন -
চোখে কান্না মেখে বেড়ায় ...
এপাড়ায় বেপাড়ায় ...
পোড়ে সিগারেট,
বারে ঘামাচি ,
হাঁকে ২ টাকায় মিষ্ঠি আর মাছি ,
কেউ লালে লাল ,
কেউ মালামাল ,
আজ বেঁড়া জল কেটে যাচ্ছে ,
পরিবর্তন হচ্ছে;
মাঠে সবুজ ঘাসের দোল,
"দার খোল দার খোল "
না পাওয়ার গান ভোল...
জীবনের গান তারা গায় ,
এপাড়ায় বেপাড়ায়...
ধোঁয়ায় আকাশের রঙ সিগারেট,
তারা উজবুক নাকি Back - Date ??
এজে কার দিয়ে যাওয়া কনসেপ্ট ??
সবই ভগবানের দরজায় ...
ধোঁয়া আকাশেই ভেসে যায় ...
এপাড়ায় বেপাড়ায় ...
-সুলগ্না দত্ত
well I think we both r obsessed wid cigarettes..
ReplyDeleteits really awesome...lyf as u write is... A Metaphor!!!"
read my blog..
www.addadilse.blogspot.com
I read ur blog, and its simply awesome... I loved ur blog...
Delete