চা
আজ যে চা টা চিনিছাড়া ,
একটু বিস্বাদ ,
চামচ আছে, চিনি আছে,
সুধু নেরেদেবর লোকের অভাব;
আমার অপেক্ষার সভাব,
রক্তে চিনি আছে,
চায়ে নেই ....
আজ তুমি এসে জীবনটা কেমন মিষ্টি হয়ে গেল,
সব এলোমেলো ,
তুমি চামচ-চিনি ...
উত্তেজিত আমি ,
হঠাত করে ...
আবেগ , তুমি, চিনি আর আমি।।
সুলগ্না দত্ত
(SRM University, 4:40am,16/1/2013)
Note: Tea is one of the most popular beverage consumed by the Indians. Tea is an energizer, this tea and the space of a tea-break gives way to the poem series name "Tea"
চিনি, চা, চামচ--- এসব এখন থাক
ReplyDeleteরাত বারোটার চায়ের কাপ ঠাণ্ডা হয়ে জাক।
তোমার উষ্ণ পরশের গায়ে লাগে থাক