when the rain is like tears, laughter is your voice, and the leaves are like your friends... metaphors are those who speaks of their own...
Friday, 25 January 2013
Tea (IV)
Labels:
Tea Series
Location:
SRM University, Tamil Nadu, India
Tuesday, 15 January 2013
Tea (III)
চা
আজ যে চা টা চিনিছাড়া ,
একটু বিস্বাদ ,
চামচ আছে, চিনি আছে,
সুধু নেরেদেবর লোকের অভাব;
আমার অপেক্ষার সভাব,
রক্তে চিনি আছে,
চায়ে নেই ....
আজ তুমি এসে জীবনটা কেমন মিষ্টি হয়ে গেল,
সব এলোমেলো ,
তুমি চামচ-চিনি ...
উত্তেজিত আমি ,
হঠাত করে ...
আবেগ , তুমি, চিনি আর আমি।।
সুলগ্না দত্ত
(SRM University, 4:40am,16/1/2013)
Note: Tea is one of the most popular beverage consumed by the Indians. Tea is an energizer, this tea and the space of a tea-break gives way to the poem series name "Tea"
Monday, 14 January 2013
Tea (II)
চা
চা তুমি স্কচ এর বোতল ...
একটু নেশা ,
তোমাতে চুমুক দিয়ে ...
তোমাকে ...একটু একটু করে ...
আর একটু নেশা ...
উষ্ণ তুমি ... আমায় গরম রেখো ...
মনটা নিয়ে , সারাজীবন থেক।।
C(_) (_)D
চা তুমি স্কচ এর বোতল ...
একটু নেশা ,
তোমাতে চুমুক দিয়ে ...
তোমাকে ...একটু একটু করে ...
আর একটু নেশা ...
উষ্ণ তুমি ... আমায় গরম রেখো ...
মনটা নিয়ে , সারাজীবন থেক।।
C(_) (_)D
-সুলগ্না দত্ত
(SRM, 2:28 AM, 15/1/2013)
Sunday, 13 January 2013
Tea
চা
একটু গরম চা ...
মেঘের কাছাকাছি,
এক চুমুক, দুই চুমুক ...
তুমি আচ আমি আছি ;
হীমেল কাতরতায় , একটু উষ্ণ আবেগ ,
চোখ ফেরাতে চাই না ...
তুমি চির সবুজ থেকো;
এক চুমুক চায়ের কাপে আমায় মনে রেখো।।
c(_) (_)D
-সুলগ্না দত্ত
(SRM, 3:03am, 14/1/2013)
-কবিতার সূত্র এক কাপ চা থেকে, যাকে নিয়ে লেখা তিনি হঠাথ খুব কাছের হয়ে পরেছেন, লেখাটা নিজের ভালো লাগা ব্যাক্ত করতেই লেখা।।
(SRM, 3:03am, 14/1/2013)
-কবিতার সূত্র এক কাপ চা থেকে, যাকে নিয়ে লেখা তিনি হঠাথ খুব কাছের হয়ে পরেছেন, লেখাটা নিজের ভালো লাগা ব্যাক্ত করতেই লেখা।।
Subscribe to:
Posts (Atom)