when the rain is like tears, laughter is your voice, and the leaves are like your friends... metaphors are those who speaks of their own...
Saturday, 9 March 2013
A Chennai Sunday
A small shower in the midnight,
Gust of wind disheveling hair, heart and mind...
Its cloudy out of my window,
old-withered leaves have flown away...
has also taken along my thoughts,
I couldn't find...
-A Sulagna Dutta Poem
Friend
![]() |
Clay Modelling Competition @ SRM University on this Milan'12 Fetched me a 1st Prize... LOVE IS FRIENDSHIP, used this cliche for the theme of the model. |
When you are in and around,
When wind seems to have swept,
All those promises,
I have never kept...
Astonished!! what I have found!!
Friend,
My friend...
You were always here,
And there...
And now everywhere..."
♥ ♥
- Sulagna Dutta
(SRM University-17.2.2013(10:16pm)
Heart FAIL
তুই আমার কাছে সবুজতোর কালো চুল,তোর নরম গাল, কোমোল ঠোট,
তোর থেকে থেকে পাওয়া হাসি,
বড্ড ভালোবাসি।
তর সবটাই কেমন আঁকড়ে ধরে,
থেকে থেকে বারে বারে,
তোকে পাওার ইচ্ছে,
সব পাঁচ মিসেল...
তুই আমার হার্ট ফেল...
আমার হার্ট ফেল...
পাছে লজ্জা পাই,
অনেক ভয় মনে রেখে,
সতর্ক চেতনা,
মনের বাসনা কে সামলায়...
প্রেম কথায় পালায়?
প্রেম কথায় পালায়?
তবু তুই আসিস ফিরে ফিরে,
আমায় আঁকড়ে ধরে...
ছেতনা আবার পাঞ্ছ মিসেল...
তুই আমার হার্ট ফেল...
আমার হার্ট ফেল...
তোর থেকে থেকে পাওয়া হাসি,
বড্ড ভালোবাসি।
তর সবটাই কেমন আঁকড়ে ধরে,
থেকে থেকে বারে বারে,
তোকে পাওার ইচ্ছে,
সব পাঁচ মিসেল...
তুই আমার হার্ট ফেল...
আমার হার্ট ফেল...
পাছে লজ্জা পাই,
অনেক ভয় মনে রেখে,
সতর্ক চেতনা,
মনের বাসনা কে সামলায়...
প্রেম কথায় পালায়?
প্রেম কথায় পালায়?
তবু তুই আসিস ফিরে ফিরে,
আমায় আঁকড়ে ধরে...
ছেতনা আবার পাঞ্ছ মিসেল...
তুই আমার হার্ট ফেল...
আমার হার্ট ফেল...
-সুলগ্না দত্ত
(SRM UNIVERSITY-
Valentine's Day!! HAPPY!!
তবু ফিরে ফিরে আসবে...
আমার ফেলে রাখা কথা গুলো বার বার পরে হাসবে,
অচেতন মন,
একান্ত গোপন ।
তবু বার বার,
ধরা দ্যায়।
তোমার কাছে কি পায় !
তমার কাছে কি পায় !
- সুলগ্না দত্ত
(SRM University: 14.02.2013- 11:30pm)
First published this poem in FB. Got good remarks, thought of blogging it.
Saturday, 2 February 2013
Tea-VII
চা
আমি একা চায়ের মতো ...
একলা ফ্লাস্ক,
একলা আকাশ,
কখন বড় ...
কখনো ছটো ...
তাড়ায় ভরা জীবন ...
নিশীথ আলিঙ্গন ...
তোমাকে পেয়ে ,
চা খেয়ে।।
সুগার ফ্রি জীবন ,
মিষ্টি আলিঙ্গন।।
--সুলগ্না দত্ত
(SRM University, 03.02.2013)
tea-VI
চা
আজ চা টা বড্ড শিথিল,
liquor একটু বাড়বে ..
চাটা একটু কড়া না হলে মাথা বেথ্যা কি সারবে??
মাথা বেথ্যা সারতে হলে ,
কড়া করে করো ...
আলগা কেন???
হাত টা এবার একটু চেপে ধরো।।
c(_) (_)D
আজ চা টা বড্ড শিথিল,
liquor একটু বাড়বে ..
চাটা একটু কড়া না হলে মাথা বেথ্যা কি সারবে??
মাথা বেথ্যা সারতে হলে ,
কড়া করে করো ...
আলগা কেন???
হাত টা এবার একটু চেপে ধরো।।
c(_) (_)D
--সুলগ্না দত্ত
(SRM University, 2.2.2013)
tea-V
Labels:
Tea Series
Location:
Kattankulathur, Tamil Nadu, India
Friday, 25 January 2013
Tea (IV)
Labels:
Tea Series
Location:
SRM University, Tamil Nadu, India
Tuesday, 15 January 2013
Tea (III)
চা
আজ যে চা টা চিনিছাড়া ,
একটু বিস্বাদ ,
চামচ আছে, চিনি আছে,
সুধু নেরেদেবর লোকের অভাব;
আমার অপেক্ষার সভাব,
রক্তে চিনি আছে,
চায়ে নেই ....
আজ তুমি এসে জীবনটা কেমন মিষ্টি হয়ে গেল,
সব এলোমেলো ,
তুমি চামচ-চিনি ...
উত্তেজিত আমি ,
হঠাত করে ...
আবেগ , তুমি, চিনি আর আমি।।
সুলগ্না দত্ত
(SRM University, 4:40am,16/1/2013)
Note: Tea is one of the most popular beverage consumed by the Indians. Tea is an energizer, this tea and the space of a tea-break gives way to the poem series name "Tea"
Monday, 14 January 2013
Tea (II)
চা
চা তুমি স্কচ এর বোতল ...
একটু নেশা ,
তোমাতে চুমুক দিয়ে ...
তোমাকে ...একটু একটু করে ...
আর একটু নেশা ...
উষ্ণ তুমি ... আমায় গরম রেখো ...
মনটা নিয়ে , সারাজীবন থেক।।
C(_) (_)D
চা তুমি স্কচ এর বোতল ...
একটু নেশা ,
তোমাতে চুমুক দিয়ে ...
তোমাকে ...একটু একটু করে ...
আর একটু নেশা ...
উষ্ণ তুমি ... আমায় গরম রেখো ...
মনটা নিয়ে , সারাজীবন থেক।।
C(_) (_)D
-সুলগ্না দত্ত
(SRM, 2:28 AM, 15/1/2013)
Sunday, 13 January 2013
Tea
চা
একটু গরম চা ...
মেঘের কাছাকাছি,
এক চুমুক, দুই চুমুক ...
তুমি আচ আমি আছি ;
হীমেল কাতরতায় , একটু উষ্ণ আবেগ ,
চোখ ফেরাতে চাই না ...
তুমি চির সবুজ থেকো;
এক চুমুক চায়ের কাপে আমায় মনে রেখো।।
c(_) (_)D
-সুলগ্না দত্ত
(SRM, 3:03am, 14/1/2013)
-কবিতার সূত্র এক কাপ চা থেকে, যাকে নিয়ে লেখা তিনি হঠাথ খুব কাছের হয়ে পরেছেন, লেখাটা নিজের ভালো লাগা ব্যাক্ত করতেই লেখা।।
(SRM, 3:03am, 14/1/2013)
-কবিতার সূত্র এক কাপ চা থেকে, যাকে নিয়ে লেখা তিনি হঠাথ খুব কাছের হয়ে পরেছেন, লেখাটা নিজের ভালো লাগা ব্যাক্ত করতেই লেখা।।
Subscribe to:
Posts (Atom)