(৩) বিশপ-এর ছাত্র :
রোজ Carol-এ দেখা হত Mathewএর সাথে ,
প্রথম ,প্রথম . . .
অবাক চোখ ,
সভয় একদৃষ্টে চেয়ে থাকা ,
আর চোখে চোখে প্রশ্ন !
Church -এর পিয়ানো বাজাই আমি ,
আমি হিন্দু . . .
তুমি ?
Mathew Gomes,বাড়ি churchyard . . .পার্ক স্ট্রীট. . .
Catholic. . .
তোমায় অনেক বার দেখেছি . . .
But হিন্দু !!
কি ভাবে ?
মানে ?
বলতে চাই ,এখানে কাজ পেলে কি ভাবে ?
Father বিশপ তোমায় রাখলেন কি করে ?
তিনি যে গোঁড়া ,mentaly narrow. . .
আরে বাবা , talent এর আগে কি কথা হয় ?
তাই আমি এখানে , আর তুমি আমার পিয়ানোর তালে তোমার প্রার্থনা কর !
Holy Bible কি বলেছে হিন্দু হাতের পিয়ানো শুনব না !
Mathew Gomes এর সাথে সেই শেষ দেখা . . .
পরের দিন ,
পিয়ানো র ওপর পরেথাকা চিঠি . . .
বলেছিল . . .
বিশপ তোমার পদত্যাগ চায় . . .নয়তো তোমায় জোর করা হবে . . .
যিশু হিন্দুর বাজনা সনেনা ,আমাদের Bishop কে স্বপ্নে তাই বলেছে . . .
ইস্তফা কবুল !
সুলগ্না দত্ত